বাংলাদেশ বন বিভাগের নিয়োগ বিজ্ঞাপন ২০২১,forest department job circular 2021

বাংলাদেশ বন বিভাগের নিয়োগ বিজ্ঞাপন ২০২১

Bangladesh Forest Department (cfcc) job circular 2021


Bangladesh Forest Department (cfcc) job circular 2021

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ, ঢাকা বনভবন, মহাখালী, ঢাকা ১২১২ এর নিয়োগ বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে মোট ২টি পদে ৩৯ জন কে নিয়োগ দিয়েছেন বন বিভাগ।

Forest Department (cfcc) job circular 2021

শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়। সামাজিক বন বিভাগ, ঢাকা বনভবন, মহাখালী, ঢাকা-১২১২ স্মারক নং- ২১.৫০০২৬৫৮.০৫ ৪ ১ ২১-১৩০৫ নিয়ােগ বিজ্ঞপ্তি তারিখ ও ১৯/০৯/২০২১ খ্রিঃ।

Forest Department job circular 2021

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভূক্ত নিম্নোক্ত শূণ্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহন করা যাচ্ছে।

cfcc job circular 2021

যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
ঢাকা বিভাগ- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ , নারায়নগঞ্জ , নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও কিশােরগ জেলা।
সিলেট বিভাগ- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজ্জার ও সুনামগঞ্জ জেলা।
ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা।
(এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

Bangladesh Forest Department  job circular 2021

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা সমূহঃ
মোট ২টি পদে ৩৯ জন কে নিয়োগ দিয়েছেন বন বিভাগ।
পদের নামঃ জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট
পদ সংখ্যাঃ ০৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ  মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের  পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা ১৬৩ সে. মি. ও বুকের মাপ ৭৬ সে. মি.
বেতন ও গ্রেডঃ গ্রেড ১৭ তম, বেতন ৯৩০০ টাকা থেকে ২১,৮০৩ টাকা

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৩৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী।
বেতন ও গ্রেডঃ গ্রেড ২০ তম, বেতন ৮২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা

Bangladesh Forest Department circular

আবেদনকারীর বয়সঃ
২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে এবং মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য বস ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে।

cfcc job circular

আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমার তারিখ
আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ২২/০৯/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০-০০ টা। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২১/১০/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ টা।
(কোন সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।)

cfcc job circular 2021

আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় কাগজপত্রাদির তালিকা
আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
অনুলিপি জমা প্রদান করতে হবে।
ক) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা(প্রযােজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি।
খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ।
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।
ঙ) শারিরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গােষ্ঠি এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের
সার্টিফিকেট এবং মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত
মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পিতা-মাতার পুত্র কন্যার পুত্র-কন্যাগণের পিতামহ/'মাতামহ এর মুক্তিযােদ্ধা সনদপত্র (সংশ্লিষ্ট
মুক্তিযােদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)।
চ) আবেদনকারীকে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনের সাথে
মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি
কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ।

উল্লেখ্য

সরকার নির্ধারিত নির্বাচনী কমিটি কর্তৃক প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের এতদুদ্দেশ্যে আয়ােজিত ক্ষেত্র অনুযায়ী লিখিত, শারীরিক ও মৌখিক
পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উপরােক্ত ছকের ক্রমিক নং ০১ এ বর্ণিত পদের প্রার্থীদের বন অধিদপ্তরের কর্মচারি নিয়োগ বিধিমালা ,২০১৯ এর তফসিল ২ অনুযায়ী বাংলা, ইংরেজী
গণিত, প্রাসঙ্গিক টেকনিক্যাল সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং ০২ এ বর্ণিত পদের প্রার্থীদের তফসিল ০৩
অনুযায়ী বাংলা, ইংরেজী, গণিত বিয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য বিষয় সমূহ:

১। সরকারি নির্দেশনা মােতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিমখানা নিবাসী ও শারিরিক প্রতিবন্ধী, মহিলা, ক্ষুদ্র নৃ-গােষ্ঠি
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোটা ও জেল
কোটা ক্ষেত্রমতে যথাযথভাবে অনুসরণ করা হবে।
২। কর্তৃপক্ষ প্রয়ােজনে যে কোন শর্ত সংযােজন, সংশােধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণ বশতঃ নিয়ােগ প্রক্রিয়া যেকোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৩। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
৪। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ দৈনিক ভাতা দেয়া হবে না ।
৫। নিয়ােগের বিষয়ে কোন প্রকার তদবীর প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
৬। নিয়ােগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Forest Department (cfcc) circular 2021

Forest Department (cfcc) circular 2021

Forest Department (cfcc) circular


Forest Department (cfcc) circular

অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ

পরীক্ষায় অংশ গ্রহণ ইচ্ছুক http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিরুপ:
i. Qnline আবেদন পত্র জমাদান শুরুর তারিখ ও সময় ৫২২/০৯/২০২১ খ্রিঃ, সকাল ১০.০০ টা।
ii. Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৪ ২১/১০/২০২১ খ্রিঃ, বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
Forest Department (cfcc) circular 2021
ফরম পূরণ এর পরবর্তী সময়ে করনীয়ঃ
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ক- Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

খ- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

গ- প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। এবং
মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ও Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র
submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

ঘ- নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন।

ঙ- উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। (বিশেষভাবে উল্লেখ্য Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।)

চ- প্রথম SMS: CFCC<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
১. Example: CFCC ABCDEF Reply: Aplicant's Name, TK 56/- will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type CFCC<space>YES<space>PIN and Send to 16222
২. দ্বিতীয় SMS: CFCC<space>YES<space>PIN লিখে Send করতে হবে ]6222 নম্বরে। Example: CFCC YES 12345678 Reply: Congratulation Aplicant's Name, payment completed succesfully
for CFCC Application for the post of XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

ছ- প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://cfcc.teletalk.com.bd অথবা বন অধিদপ্তরের ওয়েব সাইট www.bforest.gov.bd এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

জ- Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল
ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ঝ-User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্যসম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ঞ-শুধু টেলিটক প্রিপেইড মােবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Passivord পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে প্রথম CFCC<space>Help<space>Userspace>User ID & Send to 16222.
Example: CFCC HELP User ABCDEF & Send to 16222.
ii. PIN Number জানা থাকলে CFCC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example: CFCC HELP PIN 12345678 & Send to 16222.

ট-প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনাে অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে
বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

(4) ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি
দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিলপ্রদর্শণ করতে হবে।

(ঠ) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মােবাইল থেকে ১২১ এ কল করুন। এ ছাড়াও vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর Subject এ Organization Name: CFCC.
Post Name ****, Applicants User ID, Contact Number 'অবশ্যই উল্লেখ করতে হবে)।

*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

Search TAG

govt job circular 2021,forest department job circular 2021,job circular 2021,bd job circular 2021,new govt job circular 2021,bangladesh forest department job circular 2021,forest job circular 2021,government job circular 2021,govt job circular,new job circular 2021,job circular,latest govt job circular 2021,bd govt job circular 2021,all govt job circular 2021,recent govt job circular 2021,bgb job circular 2021,police job circular 2021,বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,সামাজিক বন বিভাগ নিয়োগ ২০২১,বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বন বিভাগ,বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বন বিভাগ সরকারি চাকরির নিয়োগ,বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বন বিভাগের নতুন নিয়োগ ২০২১,বন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,#বন বিভাগ নিয়োগ ২০২১,বন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 2021,বন বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বন বিভাগে নিয়োগ,বাংলাদেশ বন বিভাগ নিয়োগ ২০২১,চট্টগ্রাম বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer