নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইলে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
Nari sisu Nirjaton niyorontron odidoptor niyog
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ ২০২১
গণপ্রঞ্জাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইলে নিয়ােগ বিজ্ঞপ্তি। সকল জেলার প্রার্থি আবেদন করতে পারবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইল-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরকারি নিয়ােগের মাধ্যমে
পূরণের নিমিত্তে, প্রত্যেকটি পদের বিপরীতে উল্লিখিত যােগ্যতা সম্পন্ন এবং আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রালয়ের য়েবসাইটে (www.farms.gov.bd) প্রদত্ত সরকারি চাকুন্নি আবেদন ফরমে স্ব-হস্তে পূরণকৃত দরখাস্ক আহবান যাইতেছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ ২০২১ এর পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতা
পদের নামঃ স্টেনােগ্রাফার।
পদ সংখ্যাঃ ১ টি।
শিক্ষা গত যোগ্যতাঃ এসএসসি পাস বা সমমানের পীক্ষায় উত্তীর্ন।
অন্যান্য যোগ্যতাঃ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে
৩০ ও ৩৫ শব্দ টাইপ করার গতি। এবং শর্ট হ্যান্ড বাংলা ও ইংরেজীতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে ৮০ ও ১০০ শব্দের গতি থাকিতে হইবে।
পদের নামঃ বেন্ঞ্চ সহকারী
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস বা সমমানের পীক্ষায় উত্তীর্ন
অন্যান্য যোগ্যতাঃ ------
পদের নামঃ গাড়ি চালক
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ
অন্যান্য যোগ্যতাঃ মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস
অন্যান্য যোগ্যতাঃ ------
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগের শর্তাবলী
১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনপত্রে প্রার্থীর (ক) নিজ নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (খ) বর্তমান ঠিকানা (চ) জন্ম হরিখ ও বয়স (ঘ) অডিজ্ঞতা (যদি থাকে) (জ) নিজ জেলা (ঝ) ধর্ম (9) শিক্ষাগত যোগ্যতা (ট) অন্যান্য যােগ্যতা ও অভিজ্ঞত্রা (যদি থাকে) (ঠ) কোটার নাম (যদি থাকে) উল্লেখ পূর্বক বিচারক (জেলা ও দায়রা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নড়াইল বরাবর আবেদন করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগের সময় সীমা
দরখাস্ত আগামী ২০-১০-২০২১ খ্রি তারিখ ৫.০০ ঘটিকার মধ্যে, ডাক যোগে অথবা সরাসরি পৌছাইতে হইবে। উক্ত তারিখ ও সময়ের পর পৌছানো কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগের বয়স
২০-১০-২০২১ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হইতে হইবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ
মুক্তিযােদ্ধার সন্তান/পােষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিল যোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এভিডেভিড গ্রগনযোগ্য নহে।
কোভিড ১৯ এর পরিস্থিলি কারনে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখ
নির্ধারণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা-এর ১৯.০৮.২০২১ খ্রিঃ তারিখের স্মারক নং-
০৭.০০০০.০৩.১৭০১ ০১৭২০-১৪৩ অনুসরন করা হবে।
মুক্তি যোদ্ধা কোঠার ক্ষেত্রে
মুক্তিযােদ্ধা/সহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান এবং সন্তানের সন্তাদের ক্ষেত্রে প্রার্থীর পিতা-নাম। এর অনুকুল প্রার্থীর আবেদনপত্রের সাথে মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপপেষ্ট কর্তৃক
স্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানময়ী প্রধান উপদেষ্টা কর্তৃক
প্রতিদ্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিয়া দিতে হইবে । এরূপ সনদপত্র ব্যক্তিত
সুনালোন পত্র মুক্তিযােদ্ধা সনদ হিসাবে গ্রহণযােগ্য হবে না।
চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যত্থায় কর্তৃপক্ষের মাধ্যমে পরখঃ দাখিল করিতে হইবে। যে বিভাগীয়
প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নিয়োগ বিধি মোতাবেক শিথিলযােগ্য।
৭। দরগাছের মার্জিত (ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতােলা পাসপাের্ট সাইফের অতিম) কপি রঙিন ছবি, (খ) সকল শিক্ষাগত হােপন্সসহ অন্যান্য যােগ্যতার এবং অভিজ্ঞতার সনদপত্রের স্যায়িত ফটোকপি (গ) দুনিয়া ইউপি চেয়ারম্যান/পৌরস/সিটি কর্পোরেশনের মেয়র কমিশনার কাকি
প্রদত্ত নাগফিক ও চারিত্রিক সনদপত্র (ঘ) জাঙ্গীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে) (ঙ)
কোটার সমর্থনে প্রমোনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি দক্ষিণ করতে হইবে। সত্যায়িত ফটোকপি
সমূহে, সত্যায়নকারী কর্মকর্থর নামা শীল থাকিতে হইবে।
ডাক যোগে আবেদন পাঠানোর নিয়ম
প্রার্থী যে ঠিকানায় চিঠিপত্র পাইতে আগ্রহী সেই ঠিকানা সম্বলিত ১২ (বার) টাকার ডাক টিকিটযুক্ত (৯.৫ ইঞ্চি ৪.৫ ইঞ্চি) ১টি ফেরত খামে আবেদন পত্রের সহিত প্রেরণ করতে হইবে। খামের উপর প্রার্থীর পদের নাম, জেলার নাম, কোটা (যদি থাকে) ও মােবাইল নম্বর উল্লেখ করিতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞাপন 2021
অন্যান্য...
নিয়োগের ক্ষেত্রে সকারর কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুযায়ী সকল প্রকার কোটা অনুসরণ করা হবে। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করিতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র স্বাক্ষযােগে প্রেরণ করা হইবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় গুঞ্জীর্ণ প্রার্থীদের মৌখিক ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে। মোখিক ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হইবে।
লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীকে প্রবেশপত্র ও কলম সঙ্গে আনিতে হইবে।
কোন প্রকার ফোন, ক্যালকুলেটর বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাইবে না।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞাতার সনদ পত্রের মূল কপি সঙ্গে আনিতে হবে।
পরিক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হইবে না।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলিয়া গন্য হইবে।
কোন কারণ দর্শানাে ব্যক্তিরেকে এই বিজ্ঞপ্তি সংশােধন ও আংশিক বা সম্পূর্ণ বাতিল করিবার ক্ষমতা কর্তৃপক্ষ
সংরক্ষন করেন। নিয়ােগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে ।
(এই পোস্টটি শেয়ার করার জন্য উপরে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আইকনে ক্লিক করে আপনি আপনার ওয়ালে শেয়ার করে নিতে পারেন এক্ষেত্রে আপনার বন্ধু-বন্ধব সকলে উপকৃত হবে)
SEARCHING TAG
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঢাকা,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১,নারী ও শিশু নির্যাতন দমন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নতুন নিয়োগ ২০২১,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন নিয়োগ,নারী ও শিশু নির্যাতন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইল বিজ্ঞপ্তি ২০২১, jono prosason job,latest job circular,job circular,jono prosason montro naloy,jono prosason montronalay jobs news,dgda job circular 2021,govt job circular,oushod prosason odhidoptor circular,govt job circular 2021,mopa job circular 2019,police job circular 2021,job solution,asp job,job preparation videos,bd job circular,job circular 2021,job circular 2020,job on subject based,job common question,today job circular,12th pass job,10th pass job,job