সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি 2021

আপনি কি অনলাইনে চাকরী খুজছেন! 

ফেসবুকের চাকরির সত্যতা

কিছু তথ্য যা আপনার কাজে লাগবে দয়া করে পোস্টটি ভাল করে পড়ুন।

1) সাভার, আশুলিয়া, বাইপেল, গাজীপুর চৌরাস্তা, ইউনিক বাসস্ট্যান্ড এই সব address যাঁরা দিবে ভূলেও আপনারা এই সব জায়গায় যাবেন না। এছাড়া বিভিণ্ণ এলাকায় 12000-20000 টাকা বেতনের job সার্কুলার দেয়। এনারা বিভিন্ন fake id থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এবং বলেন কোনো জামানত লাগবে না। আপনি ভরসা করে যাবেন তখন আপনার কাছে 3500 টাকা চাওয়া হবে। আর আপনাকে বলা হবে এটা আপনার unifrom আর খাবারের জন্য 50% advance চাওয়া হচ্ছে। আপনার কাছে টাকা না থাকলে ওনারা বলবেন সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি (আলগা পিরিত)। আপনার কাছে যা আছে তাই দিয়ে ফরম টা পূরন করেন। আপনি 200-300 টাকা দিয়ে ফরম পূরন করবেন। ওটা ওরা সাথে সাথেই গিলে ফেলবে। এবার আপনাকে বলা হবে আপনি বাকি টাকা কারো কাছ থেকে manage করে নিয়ে আসেন। ওখানে বসেই আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এবার আপনি হয়তো কারো কাছে ফোন করবেন টাকার জন্য....সে হয়তো আপনাকে বলবে ভাই চলে আয় এগুলো ভুয়া হয়। এবার আপনি তাদের বলবেন ভাই আমি job করবো না আমার 300 টাকা back দেন। এবার ওনারা বলবে ওটা তোহ ফেরত হবে না...ওটা ফরম পূরণের জন্য।

👉মনে রাখবেন job এর জন্য কোনো টাকা লাগে না।

2) অনলাইনে job...প্রতিদিন 300-400 ইনকাম 😜 কাজ শিখতে পারবেন 5 মিনিটে। add fee নাই কিণ্তু ফরম পূরন করতে 200 টাকা লাগে🤣🤣 dont forget it 🤔যেটা সহজেই হয় তা কখনো স্থায়ী হয়না।

3) কখনো কোথাও টাকা দিবেন তোহ ফেঁসে যাবেন।

4) এই সকল প্রতারকের লোক নেয়া কখনো শেষ হয়না তবুও ঢাকা শহরে এতো বেকার।😂 এনারা always ফেক আইডি use করতে স্বচ্ছন্দবোধ করেন। 😜

5) ভূলেও যদি এমন কোনো অফিসে টাকা ছাড়া join করতে পারেন তবুও প্রথম দিন অফিসে গিয়েই চারদিক লক্ষ রাখবেন যে ওনারা আরো লোক নিচ্ছেন কিনা। বা আপনাকে যদি বিজ্ঞাপনের মাধ্যমে লোক manage করতে বলে তবে বুঝবেন, এরা মানুষ নিচ্ছে টাকার জন্য। এদের লোক নেওয়া কখনো শেষ হয় না।

6) ইন্সুরেন্স কোম্পানি গুলো তে ভূলে ও ঢুকবেন না। কারন এরা 12000-15000 টাকা salary দিয়ে আপনাকে নিয়ে প্রথমে আপনাকে দিয়েই একটা ইন্সুরেন্স করিয়ে নিবে। আর 15 দিন সময় দিবে আপনাকে আরো 4-5 টা ইন্সুরেন্স খোলার টার্গেট দিবে। না পারলে আপনার job শেষ। 😥মাঝখান থেকে আপনার 15 দিনের যাতায়াত এর টাকার বাঁশ তোহ খাবেন আরো ইন্সুরেন্স করার টাকা ও back পাবেননা। job দেবার নাম করে এনারা ইন্সুরেন্স করিয়ে নেন।😥

7) বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এয়ারপোর্ট, সিঙ্গার শো রুম, ওয়ালটন, এসব জায়গায় আপনার job এর কথা বলা হবে কিন্তু আপনার interview হবে সাভার/আশুলিয়া/বাইপেল বাসস্ট্যান্ড এই এরিয়া তে। ভাই রে সব ভুয়া। কারন এসব জায়গায় লোক নেয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বা পরিচিত লোকের মাধ্যমে।

8) বেশির ভাগ job গুলোতে বলা হয়ে থাকে। থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা😜😜😜 এতো সহজ ক্যামনে ভাই ক্যামনে😎 ওদের উদ্দেশ্য শুধু কোনো ভাবে একবার আপনাকে ওদের অফিসে নেয়া। বাকিটা ইতিহাস। মানে আপনার ব্রেন ওয়াশ😜 ভাইয়া/আপু যেখানে আসলেই আপনার job হবে সেখানে তারা আপনার সংগে গল্প করে ব্রেন ওয়াশ করবেনা। আপনার cv দেখবে। কিছু প্রশ্ন করবে। then জব হলে আপনাকে 2-4 দিন পর ফোন করে বলবে আগামী এতো তারিখ থেকে join করবেন সম্ভব হলে জনেন করবেন। সাথে প্রয়োজনীয় কাগজ আনতে বলবে😊

যাঁরা চাকরী খোজে তারা নিজের খাওয়ার টাকা দিয়ে interview দিতে যাওয়ার ভাড়ার জোগান দেন। তার পরিবার হয়তো অনেক আশা নিয়ে বসে থাকে আমার ছেলে/মেয়ে interview দিতে গেছে আল্লাহ ওর চাকরী টা যেনো হয়ে যায়। হয়তো interview দিতে যাবার টাকা টা তার বাবা মা অনেক কষ্টে manage করে পাঠান। আর সেখানে কিছু লোক এসব বেকার ছেলে মেয়েদের অসহায়তার সুজোগ নিয়ে তাদের মন ভেঙ্গে দেয়।

তাই সবার কাছে অনুরোধ থাকবে কেউ এসব লোকের ফাঁদে পড়বেন না।

আর হ্যাঁ ভিউয়ার এতক্ষণ কথা বললাম ফেসবুকে যে সমস্ত চাকরির বিজ্ঞাপন দেয় সেগুলো নিয়ে।

তাই বিষয়টি সকলকে জানানোর অনুরোধ করা হল বিষয়টি সকলকে জানানোর জন্য দয়া করে পোস্টটি শেয়ার করুন ধন্যবাদ।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer