বাংলা ব্যাকরণ mcq question

বাংলা ব্যাকরণ mcq question and answer 

বাংলা ব্যাকরণ mcq question

১। ‘পেয়ারা’ কোন ভাষা থেকে থেকে আগত শব্দ?
 ক. গ্রিক
 খ. উর্দু
 গ. পর্তুগিজ
 ঘ. হিন্দি 
 উত্তরঃ পর্তুগিজ
 
২। কোনটি বিশেষণ? 
 ক. জনতা
 খ. দর্শন
 গ. সৎ
 ঘ. সততা
 উত্তরঃ সৎ
 
৩। ‘যদি বৃষ্টি হয়, তবে বের হবো না’ উক্ত বাক্যটি কোন ধরনের?
 ক. হ্যাঁ-বাচক
 খ. জটিল  
 গ. যৌগিক 
 ঘ. সরল
 উত্তরঃ সরল

৪। Ordance শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
 ক. অধ্যাদেশ
 খ. আদেশ
 গ. সমরাস্ত্র
 ঘ. ক্রম
 উত্তরঃ সমরাস্ত্র
 
৫। ‘সারামেয়’ শব্দের অর্থ- 
 ক. কুকুর
 খ. খরগোশ
 গ. হরিণ
 ঘ. সারস
 উত্তরঃ কুকুর
 
৬। ‘তাতা’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
 ক. গরম
 খ. ঠান্ডা
 গ. তন্দ্রা
 ঘ. ত্বরা
উত্তরঃ ঠান্ডা

৭। কোনটি মৌলিক স্বরধ্বনি? 
 ক. ই
 খ. ঐ
 গ. ঈ
 ঘ. ঔ
উত্তরঃ ই 

৮। নিচের কোনটি একটি যুক্তাক্ষর?
 ক. ঔ
 খ. ই
 গ. ঐ
 ঘ. ষ্ণ
 উত্তরঃ ষ্ণ

৯। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
 ক. মহি+মা
 খ. মহিম+আ
 গ. মহা+ইমা
 ঘ. মহৎ+ইমন
 উত্তরঃ মহৎ+ইমন
 
১০। ‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 
 ক. পো+অবিত্র
 খ. প+অবিত্র
 গ. পো+ইত্র
 ঘ. প+বিত্র
 উত্তরঃ পো+ইত্র
 
১১। ‘কুশীলব’ শব্দটি কোন সমাস?
 ক. দ্বন্দ্ব
 খ. কর্মধারায়
 গ. বহুব্রীহি
 ঘ. তৎপুরুষ
উত্তরঃ দ্বন্দ্ব 

১২। চর্যাপদের পদগুলো মূলত- 
 ক. ধাঁধা
 খ. কবিতা
 গ. গান
 ঘ. শ্লোক
উত্তরঃ গান

১৩। চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যক পদের রচয়িতা কে?
 ক. শবরপা
 খ. লুইপা
 গ. কাহুপা
 ঘ. ভুসুকুপা
 উত্তরঃ কাহুপা
 
১৪। ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?
 ক. কৃষ্ণনগর
 খ. রোসাঙ্গ
 গ. বিক্রমপুর
 ঘ. মিথিলা
 উত্তরঃ মিথিলা
 
১৫। ‘চন্ডীমঙ্গল’ কাব্যের রচয়িতা- 
 ক. চন্ডীদাস
 খ. মুকুন্দরাম চক্রবর্তী
 গ. বিপ্রদাস পিপিলাই
 ঘ. ভারতচন্দ্র
 উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
 
১৬। বাংলায় ‘মহাভারত’-এর শ্রেষ্ঠ অনুবাদক হলেন- 
 ক. সন্ধ্যাকরণ নন্দী
 খ. মালাধর বসু
 গ. কাশীরাম দাস
 ঘ. শ্রীকর নন্দী
 উত্তরঃ কাশীরাম দাস
 
১৭। রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-
 ক. উইরিয়াম কেরি
 খ. হরপ্রসাদ রায়
 গ. রামরাম বসু
 ঘ. গোলকনাথ শর্মা
 উত্তরঃ রামরাম বসু

১৮। নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
 ক. স্বস্ত্রীক
 খ. অশ্রুজল
 গ. প্রতিযোগী
 ঘ. অধীনস্থ
 উত্তরঃ প্রতিযোগী
 
১৯। ভুল বানান কোনটি? 
 ক. দ্বন্দ্ব
 খ. জিগীষা
 গ. সমীচিন
 ঘ. শিহরণ
 উত্তরঃ সমীচীন (শুদ্ধ বানান হবে সমীচীন)
 
২০। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 
 ক. সর্বদা পরিস্কার থাকিবে
 খ. কী ভয়ানক বিপদ!
 গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
 ঘ. মেয়েটি পাগলি হয়ে গেছে
 উত্তরঃ কী ভয়ানক বিপদ!

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer