শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ 

বিভিন্ন পদে মোট ১৩ জন জনবল নিয়োগ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। 

আবেদনের শেষ সময় ১০/০৮/২০২১ তারিখ। 

হিসাব রক্ষকঃ ০১ জন। (শিক্ষা- ডিগ্রি পাশ)

সাঁট মুদ্রাক্ষরিক কাম  কম্পিউটার অপারেটরঃ ০৩ জন। (শিক্ষা- ডিগ্রি পাশ)

কম্পিউটার অপারেটরঃ ০১ জন। (শিক্ষা- ডিগ্রি পাশ)

ক্যাশ সরকারঃ ০১ জন। (শিক্ষা- এইসএসসি বানিজ্য)

অফিস সহায়কঃ ০৭ জন। (শিক্ষা- এসএসসি)

নিয়োগের পিডিএফ ফাইল ডাউনলোড লিংক....... 

সরাসরি ফরম পূরন লিংক...... 

সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে এই লিংকে ক্লিক করুন.......

সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে ঝামেলা বিহিন ভাবে দেখতে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন। Facebook page: https://www.facebook.com/jobmarketbd1/











সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে এই লিংকে ক্লিক করুন.......

সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে ঝামেলা বিহিন ভাবে দেখতে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন। Facebook page: https://www.facebook.com/jobmarketbd1/



















সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে এই লিংকে ক্লিক করুন.......

সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে ঝামেলা বিহিন ভাবে দেখতে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন। Facebook page: https://www.facebook.com/jobmarketbd1/














২. নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
সকল পদে ৩১ জুলাই, ২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হৱে। তবে, বীর মুক্তিযােভা/শহিন মুক্তিযােদ্ধার সন্তান
এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযােগ্য হবে না। সরকারি/আধা-সরকারি/স্বায়ওশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনাে সংশােধন হলে তা অনুসরণ করা হবে।
প্রার্থীদের নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটাসহ সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যােগ্যতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং
পূরণকৃত application formসহ সকল সনদের সত্যায়িত ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-ফন্যা হলে আবেদনকারী যে মুক্তিয়ােদ্ধার/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অসন্তুষ্টি পূর্ণঅসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যেকোন পর্যায়ে বা নিয়ােগদানের পরেও এস/লুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন না নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস্যবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডি,এ প্রদান করা প্রবে না।
নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবালিঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://moind.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের
সময়সীমা নিম্নরূপঃ
নিয়ােগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের দিন হতে Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান করা যাবে।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখা ও সময়: ১০/০৮/২০২১ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ, online এ প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩৬ox প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ, প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ও. S MS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পন্ধতিতে যে কোন 'Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিজ চার্জ বাবদ ১২/- (বার) টাকা এবং ৪-৫ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিজ চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা আবেদনপত্র Subrrhit এর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।” প্রথম SMS: MOIND<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: MOIND ABCDEF" Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee, Your PIN is XXXXXXXXX, To pay
fee Type MOIND<space> Yes<PIN and send to 16222. দ্বিতীয় !SMS: MOIND<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOIND YES XXXXXXXXXX
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for MOIND Application for XXXXXXXXXXX User ID is ABCDEF) and Password (XXXXXXXX).

সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে এই লিংকে ক্লিক করুন.......

সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে ঝামেলা বিহিন ভাবে দেখতে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন। Facebook page: https://www.facebook.com/jobmarketbd1/




*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer