BOU Suggestion রাষ্ট্রবিজ্ঞান-১: রাষ্ট্রতত্ব
সময়: ৩ ঘণ্টা
কোর্স কোড: BPO-2305
পূর্ণমান: ১০০
ক -বিভাগ: রচনামূলক প্রশ্ন-৮০ নম্বর
ক- বিভাগে ৮টি প্রশ্ন থাকবে, যেকোনাে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে (২০x৪=৮০)
১. রাষ্ট্রের সংজ্ঞা দিন। রাষ্ট্রের উপাদানসমূহ বর্ণনা করুন [১৫]
২. রাষ্ট্রবিজানের পরিধি বর্ণনাপূর্বক বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করুন।(১৪, ১০)
৩. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলােচনা করুন। অথবা, রাষ্ট্রবিজ্ঞান কী?রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতির বর্ণনা দিন।[১০]
৪. রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক কী? আলােচনা করুন।[১২]
৫. রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কী? আলােচনা করুন। অথবা, রাষ্ট্রের উপাদানগুলাে আলােচনা করুন এবং সমাজ ও রাষ্ট্রের পার্থক্য নির্ণয় করুন। [১৭, ০৮, ০৬, ০৩, ০২
৬. ‘বল নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। টি, এইচ, গ্রিনের এই বক্তব্যটি সমালােচনাসহ বিশ্লেষণ করুন। অথবা, “Will, not force is the basis of state.”.টিএইচ গ্রিনের এই বক্তব্যটি বিশ্লেষণ করুন।[১৫, ১৩)।
৭. “রাষ্ট্রকে সৃষ্টি করা হয় নি, এটি ক্রমবিবর্তনের ফলস্বরূপ" - বক্তব্যটি বিশ্লেষণ করুন। [১৭, ০৮]
৮, অস্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালােচনাসহ আলােচনা করুন। [১৭, ১৫]
সার্বভৌমত্ব বলতে কি বুঝায়? সার্বভৌমত্বের অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক সম্পর্কে আলােচনা করুন। অথবা, সার্বভৌমত্ব বলতে কী বুঝায়? সার্বভৌমত্বের প্রকৃতি সম্পর্কে আলােচনা করুন।(১৪, ১০, ০৬, ০১)
১০. হবস, লক ও রুশাের মতে সার্বভৌম ক্ষমতার স্বরূপ বিশ্লেষণ করুন। অথবা, জৈমতবাদীগণ কীভাবে রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করেন। অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লক ও রুশাের সামাজিক চুক্তি মতবাদটি সমালােচনাসহ আলােচনা করুন। [১৬, ০৫]
১১, “আধুনিক রাষ্ট্র মূলত জাতীয় সার্বভৌম রাষ্ট্র" - বক্তব্যটি বিশ্লেষণ করুন।(১৮)
১২. আইন কত প্রকার ও কী কী? মানুষ কেন আইন মান্য করে? আলােচনা করুন। অথবা, আইনের সংজ্ঞা দিন। আইনের বিভিন্ন শ্রেণিবিভাগ আলােচনা করুন। [১৬, ১৬]
১৩, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিন। আন্তর্জাতিক আইনের উৎসগুলাে বর্ণনা করুন। [১৫, ১৩)
১৪. নাগরিকের সংজ্ঞা দিন। একজন নাগরিকের রাজনৈতিক অধিকারসমূহ বর্ণনা দিন। (১১)
১৫. অধিকারের সংজ্ঞা দিন। একজন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহের বিবরণ দিন।(০৩]
১৬. জাতীয়তা কী? জাতীয়তার উপাদানগুলাের আলােচনা করুন।
১৭. স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করুন। অথবা, সাম্যের প্রকৃত অর্থ কী? স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলােচনা করুন।(১৬, ১৩]
১৮. জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ ও বিশ্ব সভ্যতার মধ্যে পারাস্পরিক সম্পর্ক কী?
১৯. আলােচনা করুন। অথবা, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বােঝেন? জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা বাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করুন।
অথবা, স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার রক্ষাকবচগুলাে বর্ণনা করুন।(১৭, ১৪, ১২, ১০]।
২০. সমাজতন্ত্র কী? সমাজতন্ত্রের মূল বক্তব্যগুলাে বর্ণনা করুন। অথবা, সমাজতন্ত্রের মূল বক্তব্য কী? সমাজতন্ত্রের পক্ষে ও বিপক্ষে কি কি যুক্তি রয়েছে আলােচনা করুন।
২১. ক্ষমতার সংজ্ঞা দিন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক আলােচনা করুন।
২২. রাজনৈতিক আনুগত্য বলতে কী বুঝেন? (০৩]
২৩. রাজনৈতিক আনুগত্য বলতে কী বােঝায়? রাজনৈতিক আনুগত্যের কারণগুলাে আলোচনা করুন। [১৬]
খ- বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন-২০ নম্বর
৮টি প্রশ্ন থাকবে, যেকোনাে ৪টির উত্র দিতে হবে।
৫x৪ = ২০
১। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক নিরূপণ করুন।[১৫]
২। রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কী?[১৬]
৩। রাষ্ট্রতত্ত্ব কী? অথবা, রাতত্ত্ব বলতে কী বােঝেন? [১৬, ০৮, ০৫, ২০০০)
৪। আদর্শবাদী রাষ্ট্রতত্ত্ব কী?
৫।রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলাে কী?[১৪]
৬। রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? [১৫, ০৮, ০৩]
৭। রাজনৈতিক কর্তৃত্বের স্বরূপ সংক্ষেপে আলােচনা করুন। অথবা, রাজনৈতিক কর্তৃত্বের রূপগুলাে কী? [১৭, ১৩]
৮। উপযােগবাদ বলতে কী বােঝায়? [১৪]
৯। বহুত্ববাদের মূল বক্তব্য কী? [১৫, ১২]
১০। কল্য!ণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দিন। [১৭, ১৫)
১১. সার্বভৌমত্বের প্রধান দিকগুলাে কী?[১৭]
১২. “রাষ্ট্র মূলত এক নৈতিক প্রতিষ্ঠান"- বিশ্লেষণ করুন।
১৩. অথবা, আন্তর্জাতিক আইনের পরিধি কতদূর পর্যন্ত বিস্তৃত? [১৪]
১৪. ঐশ্বরিক মতবাদের মূল কথা কী?[১৬]
১৫. “অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন” - বক্তব্যটি সংক্ষেপেআলোচনা করুন। [১৩]
১৬. স্বাধীনতা বলতে কী বােঝায়?[১৫, ১১]
১৭. সাম্যের সংজ্ঞা দিন।[১৪, ১২]
১৮, জাতি ও জাতীয়তার পার্থক্য কী?১৬, ০৬]
১৯. উদারতাবাদ ও গণতন্ত্রের সম্পর্ক কীরূপ?[১৬, ১২]
২০. উদারতাবাদ কত প্রকার ও কী কী? [১৭]
২১. উদৃত মূল্যতত্ত্ব কী?(১৬)
BOU Suggestion রাষ্ট্রবিজ্ঞান-১: রাষ্ট্রতত্ব
বিএ বিএসএস পরিক্ষা 2019 সালের 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ সেমিষ্টারের পরিক্ষার্থিদের সাজেসন
2021 সালের বিএ বিএসএস পরিক্ষার্থীদের জন্য সাজেসন। নিচে পরিক্ষার সাল রুটিন এবং পরিক্ষার্থীদের সাল সহ রুটনি আপলোড করা হলো।
BOU BA BSs Routine 2021