ডিজিডিএ বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2021 dgda job circular 2021

ডিজিডিএ বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2021

ডিজিডিএ বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2021

ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং এর  আওতাধীন অন্যান্য কার্যালয় সমূহে নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের হতে নির্ধারিত ছক মোতাবেক অনলাইনে আবেদন করার জন্য অহবান করা হচ্ছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর এর একটি পদে মোট 47 জনের নিয়োগ বিজ্ঞাপন এটি একটি সম্পূর্ণ সরকারী সংস্থা। যার আবেদন টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট। 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ

পদের নামঃ অফিস সহায়ক। 
পদ সংখ্যাঃ মোট ১টি।
শূন্য পদ সংখ্যাঃ ৪৭ টি।
গ্রেডঃ ২০ তম।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস। 

যে সকল জেলার প্রার্থি আবেদন করতে পারবেন নাঃ   মুন্সিগন্ঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, জামালপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, কুরিগ্রাম, মাগুরা, চুয়াডাঙ্গা, বড়গুনা। (মুক্তি /প্রতিবন্ধি কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থি আবেদন করতে পারবে)

আবেদনের সময়সীমা

শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর সময় 5 সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০ টা। অনলাইনে আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫ টা। উক্ত সময়ের মধ্যে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করার পর, টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়ম সমূহ

আপনি সরাসরি নিচের লিঙ্কে ক্লিক করে ডিজিডিএ এর ওয়েবসাইটে প্রবেশ করে এপ্লাই নাউ তে ক্লিক করে আপনার পদ সিলেক্ট করুন। তার তারপর আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউজার আইডি টি দিয়ে দিন। আর যদি না থাকেন সেক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সট করেন। তারপর আপনার আবেদন ফরম চলে আসবে আপনি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন, ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। 

বি দ্রঃ আপনি যদি শুধুমাত্র ফরম পূরণ করেন টাকা পরিশোধ না করেন ক্ষেত্রে আপনার আবেদন গ্রহন যোগ্য হবে না। 

ঔষধ প্রশাসন অধিদপ্তর কি? 

এটি মূলত বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ সংস্থা যা স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন।  এটি মূলত পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) মূলত একটি মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাজ কি?

এই অধিদপ্তর দেশের প্রচলিত ওষুধ নিয়ন্ত্রণের তদারকি ও প্রয়োগ করে। ওষুধের উত্পাদন ও আমদানি, রফতানি, বিক্রয়, মূল্য নির্ধারণ করে।  আমদানি, কাঁচা ও প্যাকিংয়ের সামগ্রী সংগ্রহ করে, ইত্যাদি সম্পর্কিত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে যা আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ এবং হোমিওপ্যাথিক সকল সিস্টেমে পরিচালনা করে, নির্ধারন করে।

ডিজিডিএ নিয়োগ ২০২১


পিডিএফ ফাইল ডাউনলোড লিংক..... 

সরাসরি ফরম পূরন লিংক..... 

আন্যান্য সকল সরকারি চাকুরির সমুহ


 

 

 


SEARCH TAG

dgda job circular 2021,job circular 2021,govt job circular 2021,bd job circular 2021,government job circular 2021,job circular,recent govt job circular 2021,bd job circular,govt. job circular 2021,bd job circular today,govt job circular,dgda job circular,latest job circular,job circular today,directorate general of drug administration job circular 2021,police job circular 2021,today job circular,drug administration job circular 2021,bgb job circular 2021, ডিজিডিএ,ডিজিডিএর উপপরিচালক মো. সালাউদ্দিন,বিএনপি,মেডিকেল টেকনোলজিস্ট,অক্সিজেট,খালেদা জিয়া,এটিএন বাংলা,অক্সিজেন সরবরাহ,জিআর কোভিড-১৯ ডট ব্লট র‌্যাপিড টেস্টিং কিট,কোভিড-১৯ টিকা কার্ড,ভ্যাকসিন ও লজিস্টিক,নিজেই হয়ে জান ডাক্তার,কোভিড-১৯ ভ্যাকসিনেশন,স্বল্পমূল্যে অক্সিজেন,বুয়েটের তৈরি অক্সিজেট,কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি,কোভিড-১৯ টিকার সম্মতিপত্র,কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার,স্বল্পমূল্যে অক্সিজেন সরবরাহ 68.0,ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer