লোক প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি bpatc job circular 2021

bpatc job circular 2021

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

bpatc job circular 2021
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রতি ১৬ টি পদে মোট ৯১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। 
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৮/১০/২০২১ থেকে ১১/১১/২০২১ পর্যন্ত। 
 
পদের নাম ও পদ সংখ্যাঃ 
১। অফিস সহায়ক - ৪৫ 
২। ফটোকপি অপারেটর -০৪ 
৩। বার্তাবাহক -০১ 
৪। গ্যারেজ হেলপার -০১ 
৫। ক্রীয়া পিয়ন - ০২ 
৬। ক্লাসশুম এ্যাটেনডেন্ট -০২ 
৭। লাইব্রেরী এ্যাটেনডেন্ট -০৪ 
৮। সহকারী ইলেকট্রিশিয়ান -০১ 
৯। ক্লাব এ্যাটেনডেন্ট -০১ 
১০। ক্যাফেটেরিয়া ওয়েটার/ক্যাফেটেরিয়া কুক/ওয়েটার -০২ 
১১। সহকারী বাবুর্চি - ০২ 
১২। কার্পেন্টার -০১ 
১৩। নিরাপত্তা প্রহরী -০৭ 
১৪। মালী -০৫ 
১৫। কক্ষ বেয়ারার - ০৫ 
১৬। পরিচ্ছন্নতাকর্মী - ০৮ 

আবেদনের যোগ্যতাঃ 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। jsc পাশ হতে আবেদন করা যাবে। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে। 

চাকরি আবেদনের বয়সঃ 
প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । (তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর।) 

আবেদনের নিয়মঃ 
আগ্রহী প্রার্থীরা (http://bpatc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১১/১১/২০২১ তারিখের মধ্যে আবেদন ফি জমা করতে হবে। 

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ 
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গােপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, কিশােরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নােয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশাের, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভােলা, পিরােজপুর, পটুয়াখালী, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। (তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।) 

বিস্তারিত নিচেঃ

bpatc job circular 2021

bpatc job circular 2021
bpatc job circular 2021

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer