Invalid photo size format problem solution

Invalid photo size format problem size should be 300*300 (minimum 4kb allowed) please try again

Invalid photo size format problem size should be 300*300 (minimum 4kb allowed) please try again

Invalid photo size/problem solution

Invalid photo size format problem 

বর্তমান সময়ে সরকারি চাকরির ফরম পূরণের ক্ষেত্রে প্রায় সকলেই একটি সমস্যার সম্মুখীন হয়েছে ফরম পূরণ শেষে যখন ফটো আপলোড করা হয় তখন  Invalid photo size problem size should be 300*300 (minimum 4kb allowed) please try again  এই লেখাটি। 
আমরা যতই চেষ্টা করি না কেন বারবার একই জিনিস দেখায়।

Invalid photo size problem Solution

আজ আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি এই লেখাটা কেন আসে, এবং invalid photo size এই সমস্যাটার সমাধান কি? 

invalid photo size দেখানোর কারন।

আমরা সাধারনত ফোন দিয়ে ফটো এডিট করে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি। করার পর আপনার মূল ছবিটা উদাহরণ স্বরূপ আপনি যেই ছবিটা ফোন ক্যামেরা দিয়ে সরাসরি উঠিয়েছেন, সেটি আপনি ৩য় কোন একটা সফটওয়্যার এর মাধ্যমে পিছনটা ব্লু করে দিলেন। 
দেওয়ার পর সাইজ 300 300 শর্ত অনুযায়ী করলেন। কিন্তু আপলোড করার পর আবার একি সমস্যা দেখালো।

invalid photo size এর সমাধান

সে ক্ষেত্রে আপনার করণীয়ঃ আপনার করণীয় হচ্ছে আপনি আপনার ফোনে ছবি উঠার পর সরাসরি ফটো রিসাইজার অ্যাপ দিয়ে রিসাইজ করুন।
পিছনের কোন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এভাবে সরাসরি পিকচার রিসাইজ করলে আপনার আর এই সমস্যাটি দেখাবে না।

প্রশ্নঃ পিছনে ব্লু কালার না করে দিলে কোন সমস্যা হবে কিনা?
উত্তরঃ পিছনে আপনি ব্লু কালার করেন বা না করেন আপনার ফটো সোজা থাকলে স্পষ্ট থাকলে পরিপাটি থাকলে কোন সমস্যা হবে না।

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ফটোর পিছনে যদি অনেক কিছু থাকে তাহলে কেমন দেখা যাবে। সেটা সমাধানের জন্য আপনি আপনার ঘরের দেয়াল কে পিছনে রেখে ছবি উঠতে পারেন। এটা ক্লিয়ার থাকবে অথবা আপনি অন্য আরেকটি কাজ করতে পারেন। 
আপনার কোন পাসপোর্ট সাইজের ছবি কোন একটা সমতলের স্থানে রাখার পর আপনার ফোন দিয়ে সুন্দর করে একটা ছবি উঠাবেন। তারপর সেটি ফটো রিসাইজার অ্যাপ দিয়ে সরাসরি রিসাইজ করে নিবেন।

তাহলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনি যদি উপরোক্ত বিষয়টি বুঝতে না পারেন, তাহলে নিচের ভিডিওর মাধ্যমে আপনি বিষয়টি প্রাক্টিক্যালি দেখে বুঝতে পারবেন। এরপরেও যদি কারো কোনো প্রব্লেম হয় তাহলে আমার ফেসবুক পেইজে নক করতে পারেন ধন্যবাদ।
আশা করি এই ভিডিও দেখার পরে আপনার ফটো আপলোড এর সময় আর কোন সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন এবং পোস্টটি ভাল লাগে সকলের কাছে শেয়ার করবেন ধন্যবাদ ভাল থাকবেন

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer