BOU Suggestion bangla 2 বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা

BOU Suggestion বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা

Bou Suggestion

বিএ বিএসএস প‌রিক্ষা 2019 সা‌লের 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ সে‌মিষ্টা‌রের প‌রিক্ষা‌র্থিদের সা‌জেসন 

2021 সা‌লের বিএ ‌বিএসএস প‌রিক্ষার্থী‌দের জন‌্য সা‌জেসন। নি‌চে প‌রিক্ষার সাল রু‌টিন এবং প‌রিক্ষার্থী‌দের সাল সহ রুট‌নি আপ‌লোড করা হ‌লো।

সময়: ৩ ঘণ্টা
কোর্স কোড: BBA-2301
পূর্ণমান: ১০০
ক -বিভাগ: রচনামূলক প্রশ্ন-৮০ নম্বর
ক- বিভাগে ৮টি প্রশ্ন থাকবে, যেকোনাে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে (২০x৪=৮০)
১. সাধু ও চলিত ভাষা কেন গড়ে উঠেছে? সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য বর্ণনা করুন। -------- সাল[১১]
অথবা, সাধু ও চলিত ভাষা কী? সাধু ও চলিত ভাষারূপ কেন গড়ে উঠেছে? সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কী?-------- সাল[১৭, ১৪, ১১]

2. ব্যঞ্জনধ্বনি বলতে কি বােঝেন? উচ্চারণ রীতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ বৈশিষ্ট্য নির্দেশ করুণ।-------- সাল[১৬]

3. সন্ধি কাকে বলে? কয় প্রকার? উদাহরণসহ লিখুন।-------- সাল[১৩]

৪. বাক্য গঠনের শর্ত কী? উদাহরণসহ ব্যাখ্যা করুণ।-------- সাল[১০]

5. রূপমূল কাকে বলে? রূপমূলের প্রকারভেদ উল্লেখ করুণ।-------- সাল [১৭, ১৪, ১১)

৮. সমাস কাকে বলে? কয় প্রকার? উদাহরণসহ লিখুন। 

৯. শব্দের উৎসগত ও গঠনগত শ্রেণিবিভাগ বর্ণনা করুণ।-------- সাল[১৬]

১০. বানান বলতে কী বােঝেন? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ, দন্ত্য ন, মূর্ধন্য ষ এবং দন্ত্স-এর ব্যবহারের নিয়মগুলাে উল্লেখ করুণ ।-------- সাল[১২]

১১. তৎসম শব্দের বানানে ণত্ব বিধি ও ষত্ব বিধি উদাহরণসহ বুঝিয়ে দিন। -------- সাল[১৩]

১২. প্রতিবর্ণীকরণ কাকে বলে? ইংরেজি প্রতিবর্ণীকরণের নিয়ম উদাহরণসহ লিখুন। 
অথবা, প্রতিবর্ণীকরণ কাকে বলে? ইংরেজি অথবা গ্রিক শব্দের প্রতিবর্ণীকরণের নিয়ম উদাহরণসহ লিখুন।-------- সাল (১৬)।

১৩. প্রথাগত ব্যাকরণ ও ভাষাতত্ত্বের মধ্যে বৈসাদৃশ্যসমূহ বর্ণনা করুণ। -------- সাল[১৭,১৫]

১৫. অভিধান ও এনসাইক্লোপেডিয়া কি সমার্থক? উদাহরণসহ বুঝিয়ে দিন।-------- সাল [০৯)

১৬. অব্যবহিত উপাদান কৌশল সম্পর্কে আলােচনা করুণ।-------- সাল(15)

১৭. ভাষার ক্ষেত্রে শব্দের ভূমিকা কী? বাংলা ভাষার শব্দ কীভাবে গড়ে উঠেছে বিস্তারিত লিখুন। -------- সাল(১৭, ১৫, ০৭, ০৩)

১৮. অর্থ পরিবর্তন কাকে বলে? অর্থ পরিবর্তনের কারণ নির্দেশ করুণ। -------- সাল(16,14)

১৯. সংবাদপত্রে পত্র রচনার কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করুণ।-------- সাল[০৫)

২১. প্রবন্ধ রচনার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত লিখুন।-------- সাল[১৭]

২২. অনুচ্ছেদ:
(১) শ্রমের মর্যাদা [১০, ০৫ ০৪] 
(২) বৃত্তিমূলক শিক্ষা [০৯] 
(৩) সময়ানুবর্তিতা [১৭] 
(৪) বাংলা নববর্ষ 
(৫) একুশের চেতনা, b8
(৬) পরিবেশ দূষণ, 
(৭) যৌতুক, 
(৮) স্বাধীনতা দিবসের তাৎপর্য।
২৩, প্রবন্ধ: 
(১) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, 
(২) বাংলাদেশ মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা [১৫,
১৩, ১১, ০৬] 
(৩) স্বদেশপ্রেম, 
(৪) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ [০৪, ০২] / সাম্প্রদায়িক সম্প্রীতি [১৮, ১৬, ১২, ০৮] 
(৫) দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 
(৬) পরিবেশ সংরক্ষণে বনায়ন [১], 
(৭) শ্রমের মর্যাদা, 
(৮) জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, 
(৯) শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা [১১, ০২] / শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা [০৮],
(১০) পরীক্ষার দুর্নীতি [১১, ০২] / পরীক্ষায় দুর্নীতি প্রতিরােধের উপায়।

খ -বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন-২০ নম্বর।
৮টি প্রশ্ন থাকবে, যেকোনাে ৪টি উত্তর দিতে হবে।
৫x৪ = ২০
1. উদাহরণসহ সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পার্থক্য বুঝিয়ে দিন। -------- সাল[১৬, ১১]

2. নাসিক্য ধ্বনি কাকে বলে? উদাহরণসহ লিখুন।-------- সাল[১৪, ০৬, ০১)

3. আকাখা কাকে বলে? উদাহরণ দিন।-------- সাল[১৪, ০৫, ০২]

4. উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য কী? উপসর্গ দিয়ে গঠিত পাঁচটি শব্দের উদাহরণ দিন। -------- সাল[১১]

5. ব্যবহারিক জীবনে অনুবাদের গুরুত্ব ব্যাখ্যা করুণ।-------- সাল(১৬]

6. সম্বন্ধ ও সম্বােধন পদকে কারক বলা যায় কি? উদহারণসহ বুঝিয়ে দিন। -------- সাল[১০]

7. উদহারণসহ দ্বিস্বর ধ্বনির সংঙ্গা লিখুন।-------- সাল[১৭, ১৫, ১৪, ১১]

8. উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দিন।

9. কর্মকারক থেকে সম্প্রদান কারককে পৃথক করার কোনাে যুক্তি আছে কী? -------- সাল[১৬]

১০. কারক অনুসারে একবচন ও বহুবচনে বিভক্তির রূপভেদগুলাে উল্লেখ করুণ। -------- সাল[১২]

১১, Police, box, bundle, polish, judge-শব্দগুলােকে বাংলায় প্রতিবর্ণীকরণ করুন। -------- সাল[11]

13. প্রথাগত ব্যকরণের তিনটি বৈশিষ্ট্য লিখুন।-------- সাল[১৬, ১০]

১৩, কথা শব্দটির পাঁচটি ভিন্ন অর্থে ব্যবহার লিখুন।-------- সাল[১৫]

১৪. বাংলা সমার্থক শব্দের প্রয়ােজনীয়তা কী?-------- সাল[১৭]

১৫, ধ্বনিতত্ত্ব কাকে বলে?-------- সাল[১৭]

16. বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণের উপায়গুলাে লিখুন।

১৭, বাগধারার প্রয়ােজনীয়তা বিশ্লেষণ করুন।

১৮. মৌলিক স্বরধ্বনি কাকে বলে? বাংলা মৌলিক স্বরধ্বনিগুলাের বর্ণনা দিন।-------- সাল[১২]

19. কীভাবে বিষয় অনুসারে শব্দ নির্বাচন ও প্রয়ােগ করা যায়?-------- সাল[১৭]

২০. বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।-------- সাল[১৫]

২১, পারিভাষিক শব্দ কীভাবে চেনা যায়?-------- সাল(১৬, ১৫, ১৩]

২২. প্রমিত উচ্চারণ কাকে বলে?-------- সাল[১৬, ০৬]

২৩. ইংরেজি থেকে বাংলা অনুবাদের কৌশল বর্ণনা করুন।-------- সাল[১৭]

২৪. সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র একটি পত্র লিখুন।-------- সাল[১৬]

২৫. ‘সময়ানুবর্তিতা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন।-------- সাল[১৭]

২৬. অনুচ্ছেদ রচনার শর্তগুলাে কী কী?-------- সাল[১৬]

BOU Suggestion বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা

BOU Suggestion বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা
BOU Suggestion বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা
BOU Suggestion বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রয়ােগিক বাংলা


*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer