মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞাপন ২০২১ fisheries job circular

মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞাপন ২০২১

fisheries job circular


fisheries job circular

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরে বিভিন্ন পদে ১৩৪ জনের নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রকল্প পরিচালকের কার্যালয়
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।
মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা

স্মারক নং ৩৩.০২.০০০০.৯৫৬.১১.০০১.২১-৩৫২
তারিখ: ২৩/০৯/২০২১খ্রিঃ
নিয়ােগ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প' এর অধীনে ১টি শূন্য পদে ১৩৪ জন প্রকল্প মেয়াদকালীন (জুলাই/২০২০ হতে জুন/২০২৪ সাল পর্যন্ত) সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকার নির্ধারিত বেতনে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

fisheries job circular 2021

পদের নামঃ ক্ষেত্র সহকারী
পদ সংখ্যাঃ ১৩৪ জন
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এইচ.এস.সি. পাস (বিজ্ঞান বিভাগ)
অন্যান্য যোগ্যতাঃ যে কোনাে স্বীকৃতি প্রাপ্ত মৎস্য ডিপ্লোমা স্কেল অনুযায়ী সাকুল্যে বেতন ইনন্সিটিউট হতে ৪ বছরের মৎস্য ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন ও গ্রেডঃ ৯,৩০০-২২,৪৯০/= গ্রেড-১৬
প্রার্থির বয়সঃ ১৮-৩০ বৎসর 

বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা পদের জন্য আবেদন করতে পারবেন।

fisheries job circular

আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fisheries.gov.bd) পাওয়া যাবে। আবেদন ফরমের সাথে প্রার্থি কর্তৃক পূরণকৃত ০২ কপি প্রবেশপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ৫৫ সেঃমিঃ সাইজের ০১ (এক) কপি এবং ২টি। প্রবেশপত্রে ০১ (এক) কপি করে ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। খামের উপরে স্পষ্টাক্ষরে পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে এবং মুক্তিযােদ্ধা ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে খামের উপর “মুক্তিযােদ্ধা/ক্ষুদ্র নৃ-গােষ্ঠী” লিখতে হবে।

fisheries job circular 2021 details 

আবেদনপত্রের সাথে ক্ষেত্র সহকারী পদের জন্য স্বীকৃত বাের্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় পাসের সত্যায়িত মার্কসিট অথবা স্বীকৃতি প্রাপ্ত মৎস্য ডিপ্লোমা ইনন্সিটিউট হতে মৎস্য বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমার সত্যায়িত সর্টিফিকেট সংযুক্ত করতে হবে।

department of fisheries recruitment circular 2021

department of fisheries recruitment circular 2021


প্রার্থির বয়স

২৫/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা  মুক্তিযােদ্ধা কোটাপ্রার্থী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

Search TAG 

bd fish,bd fisheries 24,bd fish farming,fisheries hacks,fisheries job circular 2021,fisheries,fisheries job circular,department of fisheries job circular 2021,bd fish & fishing life,fish market bd,department of fisheries recruitment circular 2021,fisheries job circular 2020,bd fishing,fishing bd,facalty of fisheries,fisheries production,fishing net price bd,fish seller market bd,bd fish marked

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer