বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ ২০২২ ব্যাচে- Join Bangladesh Navy
উপযুক্ততা
৪। সকল শাখার জন্য
৫। জাতীয়তা- শুধুমাত্র বাংলাদেশি নাগরিক।
৬। পশ্চাৎ প্রবীণন্য- বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মােতাবেক পশ্চাৎপ্রবীণত্রা প্রদান করা হবে।
অযোগ্যতা
মনােনয়ন পদ্ধতি
৯। লিখিত পরীক্ষা- প্রাথ'মক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের ১৯ নভেম্বর ২০১১ তারিখে (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএন কলেজ ঢাকা, মিরপুর-১৪ তে।
১০। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। 'লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্যদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১২। চূড়ান্ত মনােনয়ন- নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাক্তারের মাধ্যমে চূড়ান্ত মনােনয়ন করা হবে।
বেতন ও ভাতা
১৫ উচ্চতর প্রশিক্ষণ সুবিধা- মেধাবী অফিসারগণের জন্য দেশ-বি 171 বিভিন্ন ক্যাটাগরিতে ৬ ১৮৩র প্রশিক্ষণের সুযােগ ।
১৬। জাতিসংঘ মিশন- জাতিসংঘ শান্তিল্লক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতাঅর্জনের সুযােগ।
১৭। বাংলাদেশ দূতাবাস- বাংলাদেশ দূতাবাসসমুহে সামরিক উপদেষ্টা,সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।
১৮। সঙ্কানদের অধ্যয়ন- নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযােগ
১৯। বাসস্থান- নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন, সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।
২০। ডিওএইচএস প্লট নির্ধারিত শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএইচএস-এ পুট প্রাপ্তির সুবিধা।
আবেদন ফরম পূরণ
আবেদনপত্র জমা প্রদান
বিশেষ নির্দেশাবলী
২৬। বিজ্ঞপ্তিঃ যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।