ডাক জীবন বীমা ঢাকা এর অধীনে নিয়োগ ২০২১ pliec job circular 2021

ডাক জীবন বীমা ঢাকা এর অধীনে নিয়োগ ২০২১ 

post office job circular



post office job circular

ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা এর অধীনে অফিস সমূহে রাজস্ব খাতভুক্ত শূণ্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে বর্ণিত শর্তে অনলাইনে http://pliec.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে।

অনলাইনে আবেদনের সময় সীমা ও বয়স

সময় সীমাঃ আবেদন পত্র ও ফি জমাদন শুরুর তারিখ ও সময়ঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ, সকাল ১০.০০ ঘটকা হতে। শেষ তারিখ ও সময়ঃ ২০ অক্টোবর, ২০২১ ইং, বিকল ০৫.০০ ঘটিকা।
বয়সসীমাঃ (সাধারণ)  ২৫ মার্চ ২০২০ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে।
(মুক্তিযোদ্ধা কোঠা) মুক্তিযােদ্ধা/ মুক্তিযােদ্ধার নিজ পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ১৮ হতে ৩২ বছর।

bangladesh dak bivag job circular 2021

প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। বয়স প্রমণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনর ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

(ক) ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, কিশােরগঞ্জ, নরসিংদী, টাংগাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নােয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

(খ) জামালপুর ও ফেনী জেলা সহ “১ নং” এ বর্ণিত সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী
কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

bdpost job circular 2021

ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা এর অধীনে অফিস সমূহে ২ টি পদে মোট ১৮ জনের নিয়োগ বিজ্ঞাপন দিয়েছে।
পদের নাম ও বেতন স্কেলগ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)

১ নং-
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ ------
বেতন ও গ্রেডঃ (গ্রেড-২০) (৮,২৫০-২০,০১০)

২ নং-
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন ও গ্রেডঃ (গ্রেড-২০) (৮,২৫০-২০,০১০)

বিশেষ নির্দেশনা

নিয়ােগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়ােগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারনকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে। যে-কোন কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

bd post office job circular 2021

bd post office job circular 2021


প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য

প্রার্থী কর্তৃক প্রদত্ত যে-কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা প্রয়ােজনীয় তথ্য গােপন করলে বা কোন অযােগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, মিথ্যা ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে, অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল বা নিয়ােগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ উভয়ই করা হতে পারে।

সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রদসেস কর হবে। অন্য কোনােভাবে দখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরসরি বাতিল বলে গণ্য হবে।

নাগরিকত্বঃ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের মধ্যে যে কোনো  জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমান  হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে।

প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতঃপূর্বে কোনাে সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদ স্বামীর ঠিকান ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানর পক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ব সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনরপৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।

সংরক্ষণ
নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে-কোনাে বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ন্ত বলে গণ্য হবে। কেনো কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীঃ শর্তাবলী ও পরীক্ষার ফি জমাদানের সময় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pliec.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষর ফি জমাদনের সময় নিম্নরূপঃ
(i) আবেদনপত্র ও ফি জমাদন শুরুর তারিখ ও সময়ঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ , সকাল ১০.০০
ঘটকা।
(ii) আবেদনপত্র জমদনের শেষ তারিখ ও সময়ঃ ২০ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ, বিকল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
(iii) ২০ অক্টোবর, ২০২১ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্ট পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমাদান করতে পারবেন। নির্দিষ্ট তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(iv) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা করবেন না, পর্যাপ্ত সময় নিয়ে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীকে পরামর্শ প্রদান করা হলো।

bangladesh post office job circular 2021

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

পরীক্ষার ফি বাবদ=৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ=৬/-(ছয়) টাকা মােট=৫৬/- (ছাল্পান্ন) টাকা। ইউজার আইডি পাওয়ার পরবর্তী ৭২ (বাহাওর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, “Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জম না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবেনা।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
মোবাইল ফেনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে (শুধু যে প্রার্থীদেরকে) যানানো হবে সে সকল প্রার্থি গন  http://pliec.teletalk.com.bd ওসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

Online আবেদনপত্রঃ
প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে, পরীক্ষা সংক্রন্ত যাবতীয় যােগযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

পরীক্ষা সংক্রান্ত
তথ্য পওয়ার জন্য মােবাইল নম্বর সক্রিয় না রাখার কারণে কোন তথ্য বা এসএমএস পেতে ব্যর্থ হলে
কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
SMS-এ পাওয়া User ID এবং Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত তথ্য সহ প্রবেশপত্র প্রার্থী Download করতে পাবেন।
Print (সম্ভব হলে রঙ্গিন করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ কালে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণনকালে অবশ্যই প্রদর্শন করবেন)

bangladesh post office job circular

উপরোক্ত নিয়ােগ বিজ্ঞপ্তি টি সম্পর্কিত যে-কোনাে সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে), পরীক্ষার তারিখ, সময়, স্থান অথবা প্ৰাগীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য ডাক অধিদপ্তরের www.dpost.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে; এছাড়াও QR Code স্ক্যান করে টেলিটকের জবপাের্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। প্রার্থীগণকে নিয়ােগ সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার জন্য উল্লেখকৃত ওয়েবসাইটে নিয়মিতভাবে দৃষ্টি রাখতে অনুরােধ করা যাচ্ছে।

govt job circular 2021
govt job circular 2021

bangladesh post office job circular 2021


bangladesh post office job circular

bd post office job circular

৮৭ জনের নিয়োগ পোষ্ট অফিস চট্রগ্রাম কার্যালয়ে


SEARCH TAG

post office job circular,govt job circular 2021,bangladesh post office job circular 2021,job circular,bangladesh post office job circular,latest job circular,bd post office job circular,bd post office job circular 2021,job circular 2021,bangladesh post office job circular 2021 pdf,bangladesh dak bivag job circular 2021,post office job circular 2021,govt job circular 2021 today,job circular bd,bd job circular,bdpost job circular 2021,bd post job, job circular,job circular 2021,bd job circular 2021,brac ngo job circular 2021,bd job circular,brac job circular 2021,brac job circular 2021 prothom alo,ngo job circular 2021,brac job circular,latest job circular,govt job circular 2021,bangladesh post office job circular,job circular 2019,bd job circular today,bangladesh dak bivag job circular 2019,how to apply brac job circular 2021,bd post office job circular,ngo job circular,brac circular 2021

*

Post a Comment (0)
Previous Post Next Post

Populer